এ বছর রুশ সেনাদের তাড়ানো ‘খুবই কঠিন’: যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান

0
154
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি, ছবি: রয়টার্স

ইউক্রেনকে আরও অস্ত্র–সহায়তা দেওয়া নিয়ে আলোচনা করতে জার্মানিতে বৈঠকে বসেছেন ৫৪টি দেশের প্রতিনিধিরা। সেখানেই গতকাল সাংবাদিকদের মার্ক মিলে বলেন, ‘সামরিক দৃষ্টিকোণ থেকে আমার এখনো মনে হয়, এ বছরে রুশ সেনাদের তাড়িয়ে রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করা হবে খুবই কঠিন।’

ইউক্রেনের একটা বড় অংশে দুই পক্ষের সেনাদের ‘উল্লেখ করার মতো লড়াই’ নিয়ে কথা বলেন মার্ক মিলে। শীর্ষ এই মার্কিন জেনারেল বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে দক্ষিণ খেরসন এবং উত্তর–পূর্বাঞ্চলে বাখমুত পর্যন্ত দুই পক্ষের লড়াই চলছে। এসব এলাকার দৈর্ঘ্য এক হাজার কিলোমিটারের বেশি।

জেনারেল মার্ক মিলে বলেন, ‘এখনো বিস্তীর্ণ অঞ্চলে লড়াই চলছে। এর মানে অনেক রুশ সেনা এখনো ইউক্রেনে আছেন। এ জন্য সামরিক দৃষ্টিতে আমার মনে হচ্ছে, এ বছরে রুশ সেনাদের বিতাড়িত করাটা খুব কঠিন। তবে এর মানে এই নয় যে সম্ভব নয়। আমি শুধু বলতে চাচ্ছি যে সম্ভব হলেও সেটা হবে খুবই কঠিন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.