বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শুরুর আগে এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামের পাশে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয়। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এতে কয়েক মিনিট বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের।
প্রতিবেদনে বলা হয়, কাতালান পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ মনে করছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। এ ঘটনাকে তারা ‘দুর্ঘটনাজনিত সংঘর্ষ’ বলছে। কাতালান পুলিশ দুর্ঘটনা ধরে নিয়েই তদন্তে নেমেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাদা রঙের গাড়িটি চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী এক নারী। গাড়িটি প্রথমে একটি মেয়েকে ধাক্কা দেয়। এ সময় উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারে। এরপরই চালক গাড়ির গতি বাড়ান এবং তাতে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চালককে আটক করেছে পুলিশ।
এস্পানিওলের পক্ষ থেকে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচের ৭ মিনিটে এই ঘটনা দর্শকদের জানিয়ে বলা হয়, ‘স্টেডিয়ামের বাইরে যে ঘটনাটি ঘটেছে, সেটি এখন নিয়ন্ত্রণে। কেউ মারাত্মক আঘাত পাননি।’ এরপর কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল খেলা। রেফারি সোটো গ্রাদো এরপর দুই দল এবং কাতালান পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে খেলা পুনরায় শুরু করেন।
এস্পানিওলের পক্ষ থেকে আরসিডিই স্টেডিয়ামের দর্শকদের দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়। ম্যাচের ৭ মিনিটে স্পিকারে বলা হয়, ‘স্টেডিয়ামের বাইরে যে ঘটনাটি ঘটেছে, সেটি এখন নিয়ন্ত্রণে। কেউ মারাত্মক আঘাত পাননি।’
এরপর কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল খেলা। রেফারি সোটো গ্রাদো এরপর দুই দল এবং কাতালান পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে খেলা পুনরায় শুরু করেন।