এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত

0
9
ভারতের ক্রিকেট বোর্ড এসিসির সভায় যোগ দিতে পারে।এএফপি

এমনিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা নিয়ে কারও তেমন একটা আগ্রহ না থাকলেও ঢাকায় অনুষ্ঠেয় এবারের বার্ষিক সভাটি নিয়ে আছে ব্যাপক কৌতূহল। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই শেষ পর্যন্ত সভায় যোগ দেবে কি না, এ নিয়ে গত কয়েক দিন ধরে ছিল আলোচনা। অবশেষে আজ জানা গেছে, আগামীকাল শুরু সভায় বিসিসিআইয়ের একজন প্রতিনিধি অনলাইনে যোগ দিতে পারেন।

ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এই তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তারা বলছেন, বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা অনলাইনে এসিসি সভায় যোগ দেবেন। এ ব্যাপারে জানতে চাইলে বিসিবি সভাপতি আমিনুল ইসলামও একই আভাস দিয়েছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে রাজীব শুক্লার অনলাইনে সভায় যোগ দেওয়ার কথা।’

আগামীকাল ঢাকার একটি হোটেলে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী এসিসির বার্ষিক সাধারণ সভা। তবে ঢাকায় সভাটির আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই তা অন্য কোথাও স্থানান্তর করতে বলেছিল। ঢাকা থেকে সভাটি অন্য কোথাও না সরালে এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান ক্রিকেট বোর্ডও ঢাকায় এসিসির সভায় যোগ দেবে না। তবে আফগানিস্তান ও ওমান সভায় যোগদান নিশ্চিত করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছিলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় অনলাইনে যোগ দেবেন।

এখন ভারতের দিক থেকেও পাওয়া গেল ইতিবাচক সাড়া। সে ক্ষেত্রে এশিয়া কাপ নিয়েও আর কোনো জটিলতা থাকার কথা নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.