বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর (এসকে সুর), তার স্ত্রী সুপর্ণা সুর ও কন্যা নন্দিতা সুরের নামে থাকা দুইটি ফ্ল্যাট, একটি জমি জব্দ ও ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জৈষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
জানা গেছে, এসকে সুর ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবে ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে। এছাড়া জব্দের আদেশ হওয়া সম্পত্তির মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় এসকে সুরের ১৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও ধানমণ্ডিতে সুপর্না সুরের ৪৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।
এর আগে, গত বছর এসকে সুর, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে এই মামলা করে দুদক। পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্টও তলব করেছিল দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড।
প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন এস কে সুর চৌধুরী। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সুবিধা নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাংকিং খাতের নানা কেলেঙ্কারির কুশীলব হিসেবে তার ভূমিকা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।