এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, শিক্ষক গ্রেপ্তার

0
111
গ্রেপ্তার

ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তির পর চট্টগ্রামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মেয়েটি নগরের বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায় নিজেদের বাড়িতে থাকত। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ছবেদ আলী। মেয়েটির কয়েকজন স্বজন জানিয়েছেন, ঘুমের ওষুধ খাওয়ার পর ১৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থেকে আজ তার মৃত্যু হয়েছে।

১৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তির পর মেয়েটির বাবা চান্দগাঁও থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ওই কিশোরীর কোচিংয়ের এক শিক্ষককে। জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা হয়। মামলার বিষয়ে পুলিশ জানায়, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল। কোচিংয়ের ওই শিক্ষকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। এ ঘটনায় মামলার পর ১৭ ফেব্রুয়ারি কোচিংয়ের শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এক দিনের রিমান্ড শেষে ওই শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ঘুমের ওষুধ খাওয়ার পর মেয়েটিকে হাসপাতালে আনা হয়েছিল। সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। তাই জবানবন্দি নেওয়া যায়নি। তবে মামলার তদন্ত চলছে।

মেয়েটির মামা বলেন, ‘ঘুমের ওষুধ খাওয়ার পর তার সম্পর্কের বিষয়টি আমরা জানতে পারি। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.