এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

0
2
এশিয়া কাপের বাংলাদেশ দল
আগামী ২৯ নভেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠবে। এতে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছে।
 
যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে লাল-সবুজের দেশটি ‘এ’ গ্রুপে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।
জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে। পরবর্তীতে ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।
 
এর আগে, এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।
 
এই ১৪ সদস্যের দলের বাইরেও ৪ জন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে।
তারা হলেন– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।
 
এদিকে, এশিয়া কাপের প্রস্তুতি জানিয়ে শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক আজিজুল হাকিম বলেন, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। তিন-চার মাস ধরে আমরা সবাই অনেক কষ্ট করছি। ম্যানেজমেন্ট, খেলোয়াড় আমাদের সম্পর্কটা বেশ ভালো। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখার চেষ্টা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.