অপেক্ষার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠল এশিয়া কাপের ১৭তম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে হংকং।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ আটাল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ, এএম গজানফার ও ফজল হক ফারুকী।
হংকং একাদশ: জিশান আলি, বাবর হায়াত, আংশুমান রথ, কালহান ছাল্লু, নিজাকাত খান, আইজাজ খান, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আয়ুশ শুক্লা, আতেক ইকবাল ও এহসান খান।