এমবাপ্পে, সালাহ নাকি ইয়োকেরেস—শেষ মুহূর্তে সোনার জুতা নিয়ে ত্রিমুখী লড়াই

0
6
এমবাপ্পে, সালাহ ও ইয়োকেরেস, ছবি: সংগৃহীত

ইতালিয়ান লিগ সিরি ‘আ’ ছাড়া ইউরোপের শীর্ষ ৫ লিগের সব কটির শিরোপাই নির্ধারণ হয়ে গেছে। তবে দলীয় লড়াইয়ে নিষ্পত্তি হলেও ব্যক্তিগত লড়াই এখনো শেষ হয়নি। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে সোনার জুতার লড়াই, যে লড়াইয়ে এই মুহূর্তে এগিয়ে আছে তিনটি নাম—কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ ও ভিক্টর ইয়োকেরেস।

প্রতি মৌসুমে ইউরোপের প্রতিটি দেশের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট বা সোনার জুতা। আনুষ্ঠানিকভাবে এটি অবশ্য গোল্ডেন শু নামেই পরিচিত। মূলত গোলের সংখ্যাকে পয়েন্টে রূপান্তর করে এই পুরস্কার দেওয়া হয়। পয়েন্ট হিসাব করা হয় গোলসংখ্যা ও সংশ্লিষ্ট লিগের মানের ওপর ভিত্তি করে।

নতুন নিয়মে উয়েফা কো–ইফিসিয়েন্ট তালিকায় শীর্ষ ৫ লিগে করা প্রতিটি গোলকে ২ দিয়ে গুণ করে পয়েন্ট দেওয়া হয়। এরপর ৬ থেকে ২২ র‍্যাঙ্কের লিগের গোলগুলোকে গুণ করা ১.৫ দিয়ে। আর ২২-এর নিচের র‍্যাঙ্কের লিগের গোলকে ১ দিয়ে গুণ করা হয়। অর্থাৎ ভালো লিগের গোলগুলো দুর্বল লিগের গোলের চেয়ে বেশি মূল্যবান। এভাবে হিসাব করে যিনি সবচেয়ে বেশি পয়েন্ট পাবেন, তিনিই জিতবেন ইউরোপিয়ান গোল্ডেন শু।

চলতি মৌসুমে পয়েন্টের দিক থেকে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন পর্তুগিজ লিগের ক্লাব স্পোর্তিং লিসবনে খেলা ইয়োকেরেস। এই মৌসুমে তাঁর গোলসংখ্যা ৩৯, যা এ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি যে লিগে খেলেছেন, সেই পর্তুগিজ লিগ উয়েফা কো-ইফিসিয়েন্ট তালিকায় আছে ৭ নম্বরে

সোনার জুতার লড়াইয়ে এগিয়ে গেলেন এমবাপ্পে, রয়টার্স

ফলে প্রতিটি গোলের জন্য ইয়োকেরেস পেয়েছেন ১.৫ পয়েন্ট করে, যা ৩৯–এর সঙ্গে গুণ করলে হয় ৫৮.৫। পর্তুগিজ লিগে আর কোনো ম্যাচ না থাকায় শীর্ষে থাকলেও পয়েন্ট বাড়ানোর আর কোনো সুযোগ নেই ইয়োকেরেসের। ফলে সালাহ ও এমবাপ্পের দিকেই তাকিয়ে থাকতে হবে ইয়োকেরেসকে।

সালাহ অবশ্য এমবাপ্পে ও ইয়োকেরেসের চেয়ে কিছুটা পিছিয়ে আছেন। ২৮ গোল করা লিভারপুল তারকার পয়েন্ট এখন ৫৬। শেষ ৩ ম্যাচে কোনো গোল পাননি সালাহ। এমনকি শেষ ৮ ম্যাচে সালাহ গোল করেছেন মাত্র ১টি। আর গোল–খরা গোল্ডেন শুর লড়াইয়ে সালাহকে বেশ পিছিয়ে দিয়েছে।

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ,রয়টার্স

নয়তো এপ্রিলের শেষ দিকেও অন্যদের চেয়ে এগিয়ে থেকে শীর্ষে ছিলেন সালাহ। এখন সালাহর সামনে ম্যাচ আছে একটি। ২৫ মে মৌসুমের শেষ লিগ ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। এফএ কাপজয়ীদের বিপক্ষে সালাহকে অন্তত দুই গোল করতে হবে ট্রফি জেতার জন্য; পাশাপাশি প্রত্যাশা করতে হবে, এমবাপ্পে যেন কোনো গোল না করেন।

রিয়ালের হয়ে এ মৌসুমে কোনো ট্রফি জেতা হয়নি এমবাপ্পের। তবে ব্যক্তিগত অর্জনের খাতাটা সমৃদ্ধ করার সুযোগ আছে তাঁর। বর্তমানে এমবাপ্পের গোল ২৯টি। শেষ চার ম্যাচে ৭ গোল করেই মূলত লড়াইয়ে যোগ দিয়েছেন এই ফরাসি তারকা।

ভিক্টর ইয়োকেরেসও আছেন লড়াইয়ে, এএফপি

বর্তমানে তাঁর পয়েন্ট ৫৮। এ পরিস্থিতিতে লিগের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আর একটি গোল করলেই ইয়োকেরেসকে টপকে যাবেন এমবাপ্পে। তবে লক্ষ্য রাখতে হবে, সালাহ যেন কোনোভাবেই গোলসংখ্যায় তাঁর ওপরে না থাকেন। তবে গোল সমান হয়ে গেলে কপাল খুলবে এমবাপ্পের। কারণ সালাহর চেয়ে তিনি কম মিনিট মাঠে ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.