এবার ৩৯ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

0
15
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার লিজেন্ডস এবি ডি ভিলিয়ার্স

চার বছর আগে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ব্যাট হাতে তাঁর পুরোনো ছন্দ এখনো অটুট। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) ২০২৫-এ দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের হয়ে ওপেন করতে নেমে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে যেন জানিয়ে দিলেন—অবসরের পরও তিনি আগের মতোই বিধ্বংসী।

২০২১ সালে নিজের শেষ আইপিএল মৌসুমে ৩১৩ রান করেছিলেন ৩১.৩০ গড়ে, স্ট্রাইক রেট ছিল ১৪৮.৩৪। সে সময় ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স কী একটু আগেভাগেই ক্রিকেট ছাড়লেন, ভক্তরা এই প্রশ্ন করেছিলেন তখন। উত্তরে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন শেষ দুই বছর খেলেছেন ডান চোখের রেটিনার সমস্যা নিয়েই।

কিন্তু চার বছর পর দেখা যাচ্ছে  ডি ভিলিয়ার্স আগের মতোই ক্ষুরধার। ২৪ জুলাই ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচটি না খেললেও আজ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে ফিরে এলেন আরও ভয়ংকর রূপে। এবার মাত্র ৩৯ বলেই সেঞ্চুরি! শেষ পর্যন্ত খেললেন ৪৬ বলে ১২৩ রানের এক ঝলমলে ইনিংস—১৫ চার আর ৮ ছক্কায় সাজানো এক ইনিংস। ডি ভিলিয়ার্স তিন অঙ্ক ছুঁলেন স্বভাবসিদ্ধ রিভার্স সুইপে।

অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপে ছিলেন ব্রেট লি, পিটার সিডল, স্টিভ ও’কিফি, জশ হেস্টিংস, ড্যান ক্রিস্টিয়ান আর ডার্সি শর্ট।

ডি ভিলিয়ার্সের টানা সেঞ্চুরির ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকানরা করে ৬ উইকেটে ২৪১ রান। দলটির ওপেনার জেজে স্মাটস করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান (৫৩ বল)। ১৬.৪ ওভারে অস্ট্রেলিয়া অলআউট ১৪৬ রানে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯৫ রানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.