এবার সিটি করপোরেশন ও পৌর কাউন্সিলরদের অপসারণ

0
12
স্থানীয় সরকার বিভাগ

মেয়রদের পর এবার দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা-১৩ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত (১২টি) সিটি করপোরেশনের কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়।

একই মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে পৌর কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।

পৌর কাউন্সিলরদের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে নিম্নবর্ণিত (৩২৩টি) পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসরেন কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে, গত ১৯ আগস্ট ১২টি সিটি করপোরেশন এবং সব পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.