এবার রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে ইতালি প্রবাসীরা

0
8
ডলার

দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ইউরোপের দেশ ইতালিতে কর্মরত প্রবাসীরা। সদ্য বিদায়ী ২০২৪ সালে ১ হাজার ৩০০ মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা, যা ২০২৩ সালের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন ইউরো বেশি।

ইতালির প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের তুলনায় গত বছর রেমিট্যান্সের প্রবাহ অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস ইতালিতে। তবে, এরমধ্যে অবৈধ অভিবাসী প্রায় ৬০ হাজার। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধতার এ সমস্যা সমাধান করা গেলে রেমিট্যান্সে আরও সমৃদ্ধ হতে পারে দেশ।

২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.