‘ডাকোটা (জনসন), ইসাবেলার (মার্সেদ) সঙ্গে কাজ করতে গিয়ে খুব মজা হয়েছে। এটাকে নারীদের পাওয়ার হাউস সিনেমা বলা যায়। সিনেমাটি এখন সারা দুনিয়াকে দেখানোর অপেক্ষায় আছি,’ মার্ভেলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এভাবেই বলেন সিডনি সুইনি। এই অভিনেত্রী যে মার্ভেলের সঙ্গে কাজ করছেন, সেটা মাস কয়েকের পুরোনো খবর। তবে সেটা ছিল অনানুষ্ঠানিক।
সম্প্রতি টোটাল সাময়িকীর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো মার্ভেলের সঙ্গে কাজের কথা প্রকাশ্যে এনেছেন সিডনি।
অভিনেত্রীকে দেখা যাবে আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা সুপারহিরো সিনেমা ‘ম্যাডাম ওয়েব’-এ। ছবিতে স্পাইডার-ওম্যান চরিত্রে অভিনয় করেছেন সিডনি।
অভিনেত্রী মনে করছেন, এটা তাঁর কয়েক বছরের ধারাবাহিক পারফরম্যান্সের ফল। ক্যারিয়ারের শুরুর দিকে গড়পড়তা কাজ করলেও এইচবিওর দুই সিরিজ ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’ তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি দেওয়ার পাশাপাশি এনে দেয় দুটো এমি মনোনয়ন। তবে দুই সিরিজের পর তাঁকে নিয়ে বিতর্কও হয়েছে।
সিরিজে তাঁর অভিনীত খোলামেলা দৃশ্যগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে ত্যক্তবিরক্ত সিডনি বলেছিলেন শিগগিরই নিজের অভিনয় নিয়ে সবার মুখ বন্ধ করে দেবেন। সেটাই হয়েছে ‘রিয়েলিটি’ সিনেমার ক্ষেত্রে। গত ২৯ মে মুক্তি পেয়েছে ছবিটি।
টিনা স্যাটার পরিচালিত ছবিটির প্রিমিয়ার হয় চলতি বছরের বার্লিন চলচ্চিত্র উৎসবে। ব্যাপক প্রশংসিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিডনি।
ছবিটি তৈরি হয়েছে মার্কিন নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির অনুবাদক রিয়েলিটি লেই উইনারকে নিয়ে। নিরাপত্তা তথ্য গণমাধ্যমে ফাঁস করার অপরাধে দণ্ডপ্রাপ্ত এই তরুণীর চরিত্রেই অভিনয় করেছেন সিডনি। চরিত্রটি নিয়ে তিনি ভ্যারাইটিকে বলেন, ‘রিয়েলিটির সঙ্গে দেখা হওয়ার পর তাঁর সম্পর্কে জানতে শুরু করি। পর্দায় তাঁর চরিত্রে অভিনয় বেশ উপভোগ্য ছিল।’