এবার মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল

0
123
নারী বিপিএল

বাংলাদেশ ক্রিকেটে পুরুষদের জন্য বড় ঘরোয়া টুর্নামেন্ট হলো বিপিএল। তবে নারীদের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যবস্থা নেই। তবে এবার নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের আদলে হবে নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথম আসরের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এখন আর হেরে যাওয়া নয়, টাইগ্রেসরা লড়াই করে চোখে চোখ রেখে। নিগার সুলতানা, নাহিদা, মারুফারা এখন বিশ্বব্যাপী পরিচিত তারকা। তাই বিপিএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজি লিগের বহুদিনের দাবি নিগার-নাহিদাদের।

দেরিতে হলেও অবশেষে তা হয়তো আলোর মুখ দেখতে যাচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই মাঠে গড়াতে পারে নারীদের প্রিমিয়ার লিগ। যদিও প্রথম বারের আসর হবে ছোট পরিসরে।

নারী বিপিএল নিয়ে নাদেল বলেন, আমি আশাবাদী। ভেন্যু ও সবকিছু সমন্বয় করতে পারলে এ বছরই সেটা শুরু হবে। চারটা দল হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা (দল নিতে) আগ্রহী, আমরা তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.