এবার পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান, নিহত ১৯

0
9
পাকিস্তানের ‘বেশ কয়েকটি পয়েন্ট’ লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান
পাকিস্তানের ‘বেশ কয়েকটি পয়েন্ট’ লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। এতে পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন।
 
শনিবার (২৮ ডিসেম্বর) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম খামা প্রেস।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ডুরান্ড লাইনের বাইরে (পাকিস্তানের ভেতর) বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্ব দিকে বিমান হামলার প্রতিশোধ নেওয়ার জন্য এই লক্ষ্যবস্তু করা হয়। এতে ১৯ জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।
 
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী স্থানকে আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারি না।’
 
তবে এ বিষয়ে আলজাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
 
এর আগে, গত ২৫ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে মুহুর্মুহু বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.