ক্রিমিয়ায় রুশ বাহিনীর ১০০টির বেশি এ ধরনের সংরক্ষণাগার আছে উল্লেখ করে মিখাইলো পোদোলিয়াক বলেন, তাই প্রথমত বলতে গেলে ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, এই আলোচনা খুবই দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
ওয়াগনারের গ্রাম দখলের দাবি নাকচ কিয়েভের
এদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে গ্রাম দখলের দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়ানগার গ্রুপ। তবে এই দাবি নাকচ করে ইউক্রেনের সামরিক বাহিনী আজ রোববার বলেছে, ওই গ্রামে রুশ হামলা ঠেকিয়ে দিয়েছে তারা।
ওয়াগনার গ্রুপকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে ব্লাহোদাতনে গ্রাম দখলে দাবি করে তারা। পরে এ নিয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে ইউক্রেন জানায়, শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে ব্লাহোদাতনের বিভিন্ন এলাকায় ‘দখলদারদের’ হামলা ঠেকিয়ে দিয়েছেন তাদের সেনারা।
দুই পক্ষের পাল্টাপাল্টি এই বয়ানের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। আর দোনেৎস্ক অঞ্চলে মূল যুদ্ধক্ষেত্র, বিশেষ করে বাখমুত শহর ঘিরে কী হচ্ছে, তা-ও পরিষ্কার নয়। কারণ, বিগত কয়েক সপ্তাহ ধরে এই শহর ঘিরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। অপরদিকে ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে কোনো এলাকা দখলের আগেই নিজেদের সফলতা জাহির করার অভিযোগ রয়েছে।
ইউক্রেন বলছে, বাখমুত শহরে রাশিয়ার হামলা এখনো শেষ হয়নি। বিশেষ করে শহরের যেসব এলাকায় সম্মুখযুদ্ধ চলছে, সেখানকার অবস্থা বেশি জটিল। গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই কথা বলেছেন। এরই মধ্যে দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানিয়েছে, শনিবার এই অঞ্চলে রুশ হামলায় চারজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। নিহতদের মধ্যে একজন বাখমুতের বাসিন্দা।