এবার দিনাজপুরের সেই ইয়াসমিন চরিত্রে

0
173
বিদ্যা সিনহা মিম

জানালেন, ‘পরাণ’ ও ‘দামাল’ ছবি দুটি মুক্তির পর আলোচিত হতেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। চিত্রনাট্য হাতে পাওয়ার পর বুঝেশুনে এগিয়েছেন। তাই অনেক দিন পর নতুন ছবিতে যুক্ত হলেন তিনি।

বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

মিম এ মুহূর্তে কলকাতার চিত্রনায়ক জিতের বিপরীতে ‘মানুষ’ চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির তৃতীয় ধাপের শুটিংয়ে অংশ নিতে গতকাল সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে মিম বলেন, ‘“পরাণ” ও “দামাল” মুক্তির পর সব ধরনের চিত্রনাট্যে কাজ করছি না। একটু চিন্তাভাবনা করে ছবির কাজ হাতে নিচ্ছি। এই ছবি নিয়ে পরিচালকের সঙ্গে ছয় মাস ধরে কথা হচ্ছিল। সত্য ঘটনা অবলম্বনে গল্পটি যখন পড়ি, কেঁদে ফেলেছিলাম আমি।’

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বাস্তবে ইয়াসমিনের আনুমানিক বয়স ছিল ১৩ বছর। শিগগিরই চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন বলে জানালেন মিম। তিনি বলেন, ‘আগামী এপ্রিলের আগে শুটিং শুরু হচ্ছে না। ওজন কমাতে হবে। কলকাতা থেকে ফিরে প্রস্তুতি নিতে শুরু করব। আশা করছি, শুটিংয়ের আগে সম্ভব হবে।’ ছবিটি পরিচালনা করবেন সুমন ধর। এর আগে চরকির জন্য ‘চিঠি’ নামের একটি ওয়েব ফিল্ম বানিয়েছেন তিনি। জানালেন, দুই বছর ধরে ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমাটির গল্প নিয়ে কাজ করছেন তিনি।

সুমন ধর বলেন, ‘ইয়াসমিনের পরিবারের কাছ থেকে গল্পটির অনুমতি নিতে প্রায় দুই বছর লেগেছে। প্রথমে তাঁরা রাজি ছিলেন না। সিনেমার মাধ্যমে ইয়াসমিন বেঁচে থাকবে, বিষয়টি বোঝানোর পর অনুমতি দেন ইয়াসমিনের মা। পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছি।’

কবে শুটিং শুরু হবে ছবিটির—জানতে চাইলে পরিচালক বলেন, ‘ইয়াসমিন চরিত্রটির জন্য মিমের প্রস্তুতির ব্যাপার আছে। তা ছাড়া চিত্রনাট্যসহ মিমের সঙ্গে বসে কিছুদিন অনুশীলন করতে হবে। এখন চিত্রনাট্য উন্নয়নের চূড়ান্ত কাজ চলছে। আশা করছি, এপ্রিল নাগাদ শুটিং শুরু করতে পারব।’

পরিচালক জানালেন, ‘গল্পের প্রেক্ষাপট দিনাজপুরে ছবিটির ৫০ শতাংশ শুটিং হবে। বাকি কাজ ক্রোমা ও সেট বানিয়ে ঢাকায় শেষ করব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.