এবার চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল সাপের

0
22
চলন্ত ট্রেনের ছাদে সাপ
দেশজুড়ে রাসেলস ভাইপার নিয়ে যখন আতঙ্কে দিন কাটছে মানুষের তখনই চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল একটি সাপের। বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী একটি ট্রেনে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
 
বুধবার (২৬ জুন) সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস। এই ট্রেনের বগির ছাদে যাত্রীরা একটি সাপ দেখতে পান। যদিও ট্রেন পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে সাপটির উপস্থিতি পাওয়া যায়নি।
 
জানা গেছে, বুধবার বেলা ১১টায় ট্রেনের ছাদে সাপ দেখার পর যাত্রীরা দায়িত্বরতদের অবগত করেন। ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলে সাপটির উপস্থিতি পাননি।
 
এ বিষয়ে স্টেশন মাস্টার নিরঞ্জন রায় গণমাধ্যমকে বলেন, যাত্রীরা চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি গোখরা সাপ। এর মাঝে ট্রেনটি স্টেশনে পৌঁছালে আমরা তল্লাশি চালাই। তবে সাপটিকে পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.