https://www.fapjunk.com https://fapmeister.com
শতরানের লিডে দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট - Daily Provat Alo
প্রচ্ছদ খেলাধুলা শতরানের লিডে দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট

শতরানের লিডে দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট

0
126
ছবি- এএফপি

১৫৯ বলে ১৫ চার ও এক ছক্কায় ১২৪ রানে ব্যাট করছেন মুশফিক। দুই চার ও এক ছক্কায় ২০ বলে ১৮ রানে আছেন মিরাজ।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ১৮০ রানে পিছিয়ে থেকে নামে স্বাগতিকরা। শুরুতেই ফেরেন মুমিনুল। এরপর সাকিব-মুশফিকের জুটিতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিংয়ে ৪৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পান সাকিব। তবে সেঞ্চুরির আক্ষেপ জাগিয়ে থেমে যান ৮৭ রানে। তার বিদায়ে ভেঙে যায় ১৮৮ বল স্থায়ী ১৫৯ রানের জুটি।

এরপর লিটনের সঙ্গে জুটি গড়ে দলকে লিড এনে দেন মুশফিক। শুরু থেকেই দুর্দান্ত খেলা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ৫৫তম ওভারে মার্ক এডায়ারকে বাউন্ডারি মেরেই তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন মুশফিক।

সেঞ্চুরি ছুঁতে মুশফিক খেলেছেন ১৩৫ বল, তার সেঞ্চুরিটি সাজানো এক ছক্কা ও ১৩টি বাউন্ডারিতে। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১১)। তামিম ইকবাল শতরানের দেখা পেয়েছেন দশবার।

মুশফিকের সেঞ্চুরির পরপরই ফিরে গেলেন লিটন। ৮ চারে ৪১ বলে ৪৩ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে ৮৪ বল স্থায়ী ৮৭ রানের জুটি। দশম সেঞ্চুরি করা মুশফিকের সঙ্গী মিরাজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.