চলতি বছরেও সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার (গুচ্ছপদ্ধতি) মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলো। তবে এবার অল্প সময়ের মধ্যেই পরীক্ষা কার্যক্রম শেষ করার ইচ্ছা তাদের। ঈদের পরেই পরীক্ষা নিয়ে আগামী জুলাইয়ে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা।
গত শুক্রবার সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ের গঠিত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভায় অংশ নেওয়া কমিটির এক যুগ্ম আহ্বায়ক ও উপাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান।