ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সঙ্গে বাংলাদেশের উইকেটের বেশ মিল পাওয়া যায়। তবে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের উইকেট পেস বোলিং বান্ধব হয়ে থাকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পাঁচদিনই আছে বৃষ্টির সম্ভাবনা।
শুধু টেস্টের পাঁচদিন নয়। আগের তিন-চার দিনও ছিল বৃষ্টি। যে কারণে উইকেটে ঘাস হওয়ার সম্ভাবনা বেশি। এতে পেসাররা পেতে পারেন বাড়তি সুবিধা। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ প্রভিডেন্স পার্কে টেস্ট খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ৪০ উইকেটের ২৮টিই নেন পেসাররা।
দুর্দান্ত বোলিং করেন ওয়েস্ট ইন্ডিজের সামারাহ জোসেপ, জাইডেন সিলস ও আলজারি জোসেপ। প্রথম ইনিংসে তারা প্রোটিয়াদের ৯ উইকেট তুলে নেন। জোসেপ নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে সিলস ৬ উইকেট তুলে নেন। এন্টিগায় এই পেস ত্রয়ী নিয়ে খেলতে পারে ক্যারিবীয়রা।
তবে বাংলাদেশ দুই পেসার ও দুই স্পিনারের ছকে খেলবে কিনা ওই ধারণা পাওয়া যায়নি। মেহেদী মিরাজের অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে টেস্ট একাদশে জায়গা পাকা। তার সঙ্গে সর্বশেষ সিরিজে দুর্দান্ত বোলিং করা স্পিনার তাইজুল ইসলাম থাকতে পারেন।
পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে হাসান মাহমুদের জুটি হওয়ার সম্ভাবনা প্রবল। তৃতীয় পেসার হিসেবে তাসকিনকে দলে নিলে কমাতে হবে একজন ব্যাটার। রক্ষণাত্মক কৌশলে টেস্ট খেলা বাংলাদেশ ওই পথে হাঁটবে কিনা বলা কঠিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: হাসান মাহমুদ, জাকির আলী, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, মাইকেল লুইস, কেসি কার্টি, অ্যালিক আথানজে, কাভেম হজ, জাস্টিন গ্রেভার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেপ, জোমেল ওয়ারিক্যান, জাইডেন সিলস, শামারাহ জোসেপ।