‘এনআইডি সেবা উন্নত করতে স্বতন্ত্র ডাটা অথরিটি করতে চায় সরকার’

0
7
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এনআইডি সেবা উন্নত করতে বর্হিবিশ্বের মতো স্বতন্ত্র ডাটা অথরিটি করতে চায় সরকার। তবে তা এখনও ধারণা পর্যায়ে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি জানান, স্বতন্ত্র ডাটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি। নাগরিক তথ্য কোন নির্দিষ্ট মন্ত্রণালয়ের কাছে থাকবে না জানিয়ে ফয়েজ আহমদ বলেন, নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দিতে মানুষের সব তথ্যের একটি স্বাধীন ডাটা অথরিটি করা দরকার। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের প্রয়োজন অনুযায়ী তথ্য নেবে।

নির্বাচন কমিশনকে আশ্বস্ত করে তিনি জানান, স্বতন্ত্র ডাটা অথরিটি হলে কমিশনের ভয় পাওয়ার কারণ নাই, তাদের ক্ষমতা হারাবে না, বরং বাড়বে। তবে কবে নাগাদ ডাটা অথরিটি হবে তা নির্দিষ্ট করে জানাননি ফয়েজ আহমদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.