এটা যদি শেষ ছবিও হয়, অনুশোচনা থাকবে না

0
124
তাসনিয়া ফারিণ, ছবি : সংগৃহীত

‘আরও এক পৃথিবী’র একটি দৃশ্যে কৌশিক গাঙ্গুলি ও ফারিণ

‘আরও এক পৃথিবী’র একটি দৃশ্যে কৌশিক গাঙ্গুলি ও ফারিণ 
ছবি : সংগৃহীত

প্রশ্নঃ ছবি মুক্তির পরপরই ফেসবুক পেজে নিজের নামের আগে ‘চিত্রনায়িকা’ লিখেছেন। চিত্রনায়িকা শুনতে কেমন লাগছে?

মজা করেই নামের আগে ‘চিত্রনায়িকা’ লিখেছিলাম। প্রেক্ষাগৃহে বসে নিজেকে যখন বড় পর্দায় দেখছিলাম, মনে হচ্ছিল দিস ইজ দ্য বিগ মোমেন্ট ফর মি। ওই জন্যই তখন পোস্টটি করেছিলাম। দেশে ফিরে এসে এখন আর চিত্রনায়িকা–চিত্রনায়িকা ভাব মনে হচ্ছে না। মনে হচ্ছে সেই আগের ফারিণই—যেই লাউ, সেই কদু। অনেক দিন কলকাতায় ছিলাম, একটা সিনেমা–সিনেমা পরিবেশে সময় কেটেছে। এসব কারণে নিজের মধ্যে চিত্রনায়িকা–চিত্রনায়িকা একটা ভাব তৈরি হয়েছিল। হা হা হা….!

কলকাতায় ছবির প্রচারে   প্রসেনজিতের সঙ্গে ফারিণ

কলকাতায় ছবির প্রচারে প্রসেনজিতের সঙ্গে ফারিণ
ছবি : তাসনিয়া ফারিণের সৌজন্য

প্রশ্নঃ নতুন হওয়া সত্ত্বেও এই যে কলকাতায় সবাই আপনাকে বিশেষভাবে সম্মান করেছে…

ওখানকার চলচ্চিত্রের মানুষদের কাছে আলাদা গুরুত্ব পেয়েছি। বিশেষ করে গণমাধ্যমগুলো আমাকে ভালোভাবেই তুলে ধরেছে। কেউ আমাকে নবাগত হিসেবে দেখেননি। আমার ওটিটির কিছু কাজ তাঁরা আগেই দেখেছেন। ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’, ‘কারাগার’–এর কথা বলেছেন, আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সামনাসামনি নতুন হলেও আমার কাজের সঙ্গে তাঁদের সম্পর্ক পুরোনো।

‘আরও এক পৃথিবী’র প্রচারে কলকাতায় আছেন ফারিণ। এক অনুষ্ঠানে (বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ, ফারিণ ও পরিচালক অতনু ঘোষ

‘আরও এক পৃথিবী’র প্রচারে কলকাতায় আছেন ফারিণ। এক অনুষ্ঠানে (বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ, ফারিণ ও পরিচালক অতনু ঘোষ
ছবি : তাসনিয়া ফারিণের সৌজন্য

প্রশ্নঃ ছবিটিতে সংলাপের চেয়ে অভিব্যক্তি, অঙ্গভঙ্গি দিয়েই অভিনয় বেশি। ব্যাপারটি কতটা চ্যালেঞ্জিং ছিল?

ছবিতে আমার সংলাপ খুব কম। ভয়ে ছিলাম, সংলাপ ছাড়া অভিব্যক্তির কারণে আমার চরিত্রটি দর্শকের কাছে বিরক্তিকর লাগবে কি না। মনে হবে কি না, আন্ডার অ্যাকটিং করছি। আন্ডার অ্যাকটিং খারাপ, ওভার অ্যাকটিংও খারাপ। যাঁরাই ছবিটি দেখেছেন, তাঁদের কাছে আমি শতভাগ উতরে গেছি। আমি নন্দন, সিনোপলিস, আইনক্সে সিনেমাটি দেখেছি। একটা মানুষও আমার উচ্চারণ, অভিনয় নিয়ে নেতিবাচক বলেননি। সবাই বলেছেন, ‘তুমি এত সুন্দর অভিনয় করেছ।’ বড় বড় গণমাধ্যমও প্রশংসা করেছে আমার অভিনয়ের।

প্রশ্নঃ সিনেমা মুক্তির আগে যতটা প্রত্যাশা করেছিলেন, প্রাপ্তি কতটুকু?

একটা ছবির ব্যবসা অনেক কিছুর ওপরই নির্ভর করে। সেটি নিয়ে মন্তব্য করতে চাই না। আমার কাজ নিয়ে বলতে পারি, যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা আমার কাজে খুশি। সেই দিক থেকে বলতে পারি, প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি। আমি মনে করি, সিনেমায় আমার জন্য এটি ভালো অভিষেক। ছবিটি যদি আমার শেষ ছবিও হয়, তাহলেও কোনো অনুশোচনা থাকবে না।

‘আরও এক পৃথিবী’ দিয়ে  বড় পর্দায় তাসনিয়া ফারিণ

‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় তাসনিয়া ফারিণ

প্রশ্নঃ শোনা যাচ্ছে কলকাতায় আরও ছবিতে কাজ করবেন…

ভালো কাজ হলে অবশ্যই করব। তবে ধীরে ধীরে। একটি করলাম। হয়তো আরও কাজ হবে। সেটা এখনই বলা মুশকিল। তবে চলতি বছরই আরেকটি কাজের ঘোষণা আসতে পারে। মিটিংও হয়েছে।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

প্রশ্নঃ প্রায় তিন বছর পর ভালোবাসা দিবসে আপনার নাটক প্রচারিত হয়নি। খারাপ লাগেনি?

একটু তো খারাপ লাগেই। ভক্ত-দর্শকেরাও জানাচ্ছেন, তাঁদের মন খারাপ। কিছু পেতে হলে তো কিছু ছাড় দিতেই হয়। নতুন জায়গায় গিয়েছি, সেটিও দর্শকের জন্যই। এই ভালোবাসা দিবসে দুটি কাজ যাওয়ার কথা ছিল। অল্প কিছু শুটিং বাকি ছিল। কলকাতা থেকে ফিরে শেষ করার কথা ছিল। অসুস্থতার কারণে সম্ভব হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.