চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাজে ফর্ম নিয়ে বেশ সমালোচনা হয়েছিল ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির। তবে মেগা টুর্নামেন্টে ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরির পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফিফটি পেরিয়ে ছুটছেন কোহলি। এরই মাঝে তিনি আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডসহ কয়েকটি কীর্তি গড়েছেন।
এতদিন পর্যন্ত আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৩টি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ৫৮ ইনিংস খেলে তিনি ওই কীর্তি গড়েছিলেন। তবে আজ ৫৩তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। ওয়ানডের বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ ২৪টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে। এ ছাড়া তালিকায় থাকা রোহিত শর্মা ১৮, কুমার সাঙ্গাকারা ১৭ এবং রিকি পন্টিং পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন।
আরেকটি রেকর্ডে শচীনের পিছু নিয়েছেন ভারতীয় এই মাস্টার ব্লাস্টার। ওয়ানডেতে প্রতিপক্ষের লক্ষ্য তাড়ায় সর্বোচ্চ ৬৯টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন শচীন। যা ছাড়িয়ে যাওয়া এতদিন অসম্ভবই মনে হয়েছিল। তবে একই পরিস্থিতিতে ৬৮তম পঞ্চাশোর্ধ রান করে কোহলি তাকে ছাড়িয়ে যাওয়ার আগাম বার্তাই যেন দিয়ে রাখলেন! ফিল্ডিংয়েও আজ একটি রেকর্ড গড়েন কোহলি। ভারতের হয়ে নন-উইকেটকিপার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬০টি ক্যাচ ধরেছেন।
এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন কোহলি। এই টুর্নামেন্টে তিনি খেলেছেন ১৭টি ম্যাচ। এক সেঞ্চুরি ও ৬ ফিফটিতে তার রান ৭০০ ছাড়িয়েছে। এতদিন ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ৭০১ রান ছিল শেখর ধাওয়ানের। আর ক্রিকেট খেলুয়া সকল দেশের হিসেবে এখন কোহলির সামনে আছেন কেবল ক্রিস গেইল (৭৯১)। যেটা ফাইনালেই পার করে ফেলতে পারেন এই ব্যাটার।