ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খুলেছেন বিটিএস তারকা জাংকুক। এখনো একটাও ছবি কিংবা ভিডিও পোস্ট করেননি। তো কী? হু হু করে ফলোয়ার বাড়ছে। অ্যাকাউন্ট খোলার এক দিনের ব্যবধানে ৬৮ লাখেরও বেশি ফলোয়ার তাঁকে অনুসরণ করছেন।
বিশ্বজুড়েই জাংকুকের জনপ্রিয়তা রয়েছে। তবে জাংকুক কতটা জনপ্রিয়, সেটা আবারও প্রমাণ মিলেছে।
কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মঙ্গলবার অ্যাকাউন্টটি খোলেন জাংকুক। ‘এমএনআইজাংকুক’ নামে অ্যাকাউন্টটি আসলেই জাংকুকের কি না, তা নিয়ে অনেকে সংশয়ে ছিলেন। পরে উইভার্স লাইভে এসে জাংকুক নিশ্চিত করেছেন, অ্যাকাউন্টটি তাঁরই। ‘এমএনআইজাংকুক’ আসলে ‘মাই নেম ইজ জাংকুক’-এর সংক্ষিপ্ত রূপ।
২০২১ সালে প্রথম ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেছিলেন জাংকুক, যার অনুসারীর সংখ্যা একসময় ৫ কোটির বেশি ছিল। তবে ২০২৩ সালে তিনি সেটি মুছে ফেলেন। ইনস্টাগ্রাম আর ব্যবহার করছেন না বলে জানিয়েছিলেন তিনি।
নতুন অ্যাকাউন্টে বিটিএসের অফিশিয়াল পেজ ছাড়াও দলের অন্য সদস্যদের ব্যক্তিগত অ্যাকাউন্টও ফলো করছেন জাংকুক।
গত ১১ জুন সেনাবাহিনীতে বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষ করেছেন তিনি। আগামী বছর পুরোদমে ফিরবে বিটিএস। ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাংকুক।