একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত

0
15
জম্মু-কাশ্মীরে সাইরেন ও ব্ল্যাকআউট

পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। এ সময় সাইরেনের শব্দ এবং ওই অঞ্চল ব্ল্যাকআউট হয়ে যায়।

বৃহস্পতিবার (৮ মে) রাতে এনডিটিভি ও বিবিসি এ তথ্য জানায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হীরানগরে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট তা প্রতিহত করেছে।

হামলার পর জম্মু অঞ্চলের কিছু অংশে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে। জম্মু সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাকআউটের কবলে। পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া আরেক রাজ্য রাজস্থানেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া সিএনএন জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এ নিয়ে টানা দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যেই গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থার মধ্যেই হামলা চালালো ভারত। পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.