একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

0
103
একসঙ্গে তিন সন্তানের জন্ম
গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আফসানা নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শহরের এলিট কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
 
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম এবং তাদের সুস্থ দেখে আনন্দিত ওই গৃহবধূর পরিবার।
 
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, দীর্ঘদিন ওই দম্পতির সন্তান হচ্ছিল না। পরে আমাদের হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানার তত্ত্বাবধানে বাচ্চা কনসিভ করেন ওই গৃহবধূ। পরে আমরা জানতে পারি, ৩টি সন্তান হবে। তখন থেকেই আমরা তত্ত্বাবধান করি। তিনটি সন্তানের জন্ম হবে, এজন্য ঝুঁকির কথা চিন্তা করে সিজার করা হয়। এখন তিন সন্তান ও মা সবাই সুস্থ আছে।
 
চিকিৎসক গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম, কিন্তু পরিবারের অনুরোধ ও সন্তানদের ঝুঁকির কথা চিন্তা সিজারের সিদ্ধান্ত নিই। বৃহস্পতিবার বিকেলে আমার তত্ত্বাবধানে তিনটি সন্তান জন্ম দেন আফসানা। নবজাতকদের ২টি ছেলে ও ১টি মেয়ে। প্রত্যেকের ওজন ২ কেজির উপরে। আল্লাহর রহমতে মা ও সন্তানরা সুস্থ আছে।
 
আফসানার স্বামী প্রকৌশলী মো. রিপন মিয়া বলেন, আমরা সবাই আনন্দিত। একসঙ্গে তিনটি সন্তান হয়েছে। তিন সন্তান ও আমার স্ত্রী সুস্থ রয়েছে এটিই স্বস্তির এবং আনন্দের। প্রথম থেকেই এই হাসপাতালের তত্ত্বাবধানে রেখেছিলাম, শেষ পর্যন্ত সবকিছু সঠিকভাবে সম্পাদন হয়েছে।
#তিনসন্তানেরজন্ম #স্বাস্থ্য #explore #everyone #বাংলাদেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.