একসঙ্গে জন্ম দেওয়া ৯ সন্তান নিয়ে নিজ দেশ মালিতে ফিরলেন নারী

0
168
৯ সন্তান নিয়ে নিজ দেশ মালিতে ফিরেছেন হালিমা চিসে

সাঙ্গারে তাঁর ফেসবুক পেজে এই দম্পতি ও তাঁদের ৯ সন্তানের ছবি পোস্ট দিয়েছেন। তিনি তাঁদের মালির রাজধানী বামাকোতে স্বাগত জানিয়েছেন।

একসঙ্গে ৯ সন্তান জন্ম দেওয়া মালির নারীর নাম হালিমা চিসে। তিনি ২০২১ সালের মে মাসে মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯টি সন্তান জন্ম দেন। ৯ সন্তানের মধ্যে ৫টি মেয়ে, ৪টি ছেলে।

হালিমা গর্ভধারণের পর মালিতে তাঁর আলট্রাসনোগ্রাম করা হয়েছিল। কিন্তু প্রাথমিক পরীক্ষায় তাঁর গর্ভে সাতটি সন্তান থাকার প্রতিবেদন এসেছিল।

উন্নত চিকিৎসাসেবা ও নিরাপদ প্রসবের জন্য একপর্যায়ে হালিমাকে মরক্কোয় পাঠানো হয়। সেখানে তিনি ৯টি সন্তান জন্ম দেন।

হালিমার সবগুলো সন্তানই অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয়। এই জটিল অস্ত্রোপচারের জন্য ১০ চিকিৎসকের একটি দল অংশ নেন। তাঁদের সহায়তায় ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ চিকিৎসাকর্মী।

জন্মকালে শিশুগুলোর ওজন ছিল ১ দশমিক ১ থেকে ২ দশমিক ২ পাউন্ড। বিশেষায়িত সেবার জন্য এত দিন মা-শিশুদের মরক্কোয় থাকতে হয়েছিল।

একসঙ্গে ৯ সন্তান জন্মদানের বিষয়টি বিরল। এ প্রসঙ্গে মালির স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমন ঘটনা এই প্রথম ঘটল। এটা তাঁদের জন্য গর্বের বিষয়। হালিমাকে মালি সরকার সাহায্য করেছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.