একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

0
23
সোহান আল মাফি ও দেবপ্রিয় সুপ্ত

একই দিনে মারা গেছেন সোহান আল মাফি ও দেবপ্রিয় সুপ্ত নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইজন শিক্ষার্থী।

এরমধ্যে সোহান আল মাফি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চবি আবৃত্তি মঞ্চের সাবেক সভাপতি। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, দেবপ্রিয় সুপ্ত ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৩ অক্টোবর) সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। অন্যদিকে সুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, সোহান ও তার বন্ধু শাকিল গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঢাকা থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। পরে দুপুর দেড়টার দিকে তারা রিসোর্টের পাশের মাতামুহুরি নদীতে গোসলে নামেন। এ সময় শাকিল কূলে উঠতে পারলেও প্রবল স্রোতের টানে তলিয়ে যান সোহান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন সাব অফিসার মো. আব্দুল্লাহ বলেন, মাতামুহুরি নদী থেকে পর্যটক সোহানের লাশ শুক্রবার বেলা ১১টায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় লামা থানার ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন এবং লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, দেবপ্রিয় সুপ্ত দুর্গাপুজোর বন্ধে নানা বাড়ি বেড়াতে যান। সেখানে গতকাল পূজা শেষ করে ফেরার পথে অসুস্থতা অনুভব করায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই মারা যান সুপ্ত।

বিশ্ববিদ্যালয় থেকে সুপ্তের বন্ধুরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়ে ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স বিভাগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে। আমার শিক্ষার্থীরা সেখানে পৌঁছালে পুরো ঘটনা সম্পর্কে জানাতে পারবো।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.