৬ দেশ থেকে ভারতে আগতদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক

0
114
ভারতে কোভিড

চীন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপান থেকে ভারতে আগতদের বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ কোভিড নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

এই ছয় দেশ থেকে ভারতে আসতে হলে যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে করানো আরটি-পিসিআর পরীক্ষায় প্রাপ্ত করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এসব দেশে নতুন করে কোভিডের প্রকোপ বেড়েছে। বিশেষ করে চীনে ব্যাপকহারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বলে জানা গেলেও দেশটির সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে ভারতসহ অনেক দেশই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

করোনার উচ্চঝুঁকিতে থাকা এই ছয় দেশ থেকে আগতদের পাশাপাশি কেউ এসব দেশে ট্রানজিট নিয়ে ভারতে প্রবেশ করতে চাইলেও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ভারতের সব আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.