এই ঘৃণ্য কর্মকাণ্ডের শাস্তি হবে, অন্তর্বর্তী সরকারের বিবৃতি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা

0
11
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি প্রকাশ করা হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার বিকেলে ওই বিবৃতিতে বলা হয়েছে, আজ গোপালগঞ্জে যে সহিংসতা করা হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে, তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাঁদের বৈপ্লবিক আন্দোলনের এক বছর পূর্তিতে স্মরণসভা করতে বাধা দেওয়া তাঁদের মৌলিক অধিকারের নির্লজ্জ লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য, পুলিশ ও গণমাধ্যম বর্বরোচিত হামলার শিকার হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং লোকজনকে সহিংস আক্রমণ করা হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এই ঘৃণ্য কর্মকাণ্ডের শাস্তি হবে। অপরাধীদের অবশ্যই দ্রুত শনাক্ত করে পূর্ণ জবাবদিহিতার আওয়তায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

দ্রুত পদক্ষেপ নেওয়ায় সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করে অন্তর্বর্তী সরকার বলেছে, এ ধরনের ক্ষতির হুমকি সত্ত্বেও যেসব শিক্ষার্থী ও লোকজন তাঁদের সমাবেশ চালিয়ে গেছেন, তাঁদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করছি আমরা।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বর্বরতার জন্য দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবে। এটা স্পষ্ট করছি যে আমাদের দেশে সহিংসতার কোনো জায়গা নেই। অবশ্যই ন্যায়বিচার হবে এবং তা হবেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.