এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় চেয়েছিলেন বিদেশি কোচিং প্যানেল দিয়ে কার্যক্রম পরিচালনা করতে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এ নিয়ে বৈঠকও হয়েছে তাঁর। বিসিবি হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের পরিকল্পনায় দুর্জয়ের চাওয়াই পূরণ হচ্ছে।
প্রধান কোচ ডেভিড ক্যাম্পের সঙ্গে পেস বোলিং কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার কোরি কলিমোরকে। অস্ট্রেলিয়ান ট্রেইনার এবং মনোবিদও নিয়োগ দিচ্ছে এইচপির জন্য।
এককথায় বিদেশি কোচিং প্যানেলের অধীনে ২৪ মে থেকে শুরু হতে যাচ্ছে এইচপির এবারের কার্যক্রম। প্রথম ধাপে এক মাস কন্ডিশনিং ও স্কিল ক্যাম্প হবে। এর পর বাংলাদেশ ইমার্জিং দল এশিয়া কাপ খেলবে শ্রীলঙ্কায়। কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি ইমার্জিং দল নিয়ে ব্যস্ত সময় পার করতে হবে নতুন কোচিং প্যানেলকে।