এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ১৬ হাজার, বহিষ্কার ৫৯

0
80
এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ১৬ হাজার ২৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
 
এতে বলা হয়, আজ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১২ হাজার ৪৫৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
 
মাদ্রাসা শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল তিন হাজার ৩৩০ জন। তবে, কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
 
এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩ হাজার ৬৪৬ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৪৮১ জন। বহিষ্কার হয়েছে ১৬ জন।
 
উল্লেখ্য, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, ওই বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।৥

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.