এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জে আবেদন শুরু, জেনে নিন নিয়ম

0
127
নটর ডেম কলেজ

চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল রোববার। এ পরীক্ষায় যেসব পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের ফলে অসন্তুষ্ট হবেন, তাঁরা ফলাফল পুনর্নিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদনের সুযোগ পাবেন। আজ সোমবার (২৭ নভেম্বর) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। প্রতিটি পত্রের ফলাফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

রোববার ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার প্রক্রিয়ার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে dha)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন 174, 175, 176 ইত্যাদি।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

শিক্ষা বোর্ড বলেছে, প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। সে হিসেবে এইচএসসির প্রতিটি বিষয়ের পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উত্তরপত্র চ্যালেঞ্জে উভয় পত্রের আবেদন করতে হবে। ফল পুনর্নিরীক্ষণে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.