এইচএমপি ভাইরাস রোধে আখাউড়া ইমিগ্রেশনে মেডিকেল ক্যাম্প স্থাপন

0
5
আখাউড়া ইমিগ্রেশনে মেডিকেল ক্যাম্প স্থাপন

সম্প্রতি ভারতে দুজন শিশুর শরীর হিউম্যান মেটোপনিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন এলাকায় স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন– যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সর্দি, কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আতঙ্কিত না হয়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। একইসঙ্গে, পাসপোর্টধারীদের নাম ও পাসপোর্ট নম্বর লিপিবদ্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কারও শরীরের তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি পাওয়া যায়, তাহলে তাকে স্বাস্থ্য বিভাগ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থাও নিয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮ থেকে ৫ সদস্যের মেডিকেল টিম কাজ করবেন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে। মেডিকেল টিমের সদস্যরা ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.