আমির খানের বাবা বলিউডের প্রযোজক প্রয়াত তাহির হোসেন। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সেই সাক্ষাৎকারে আমির জানান, তাঁর বাবা ঋণ করে ছবি নির্মাণ করেন। আট বছর ধরে ছবি মুক্তি আটকে থাকায় বাবা তাঁর ঋণের টাকা ফেরত দিতে পারেননি। এ নিয়ে প্রতিদিন পাওনাদারদের সঙ্গে তাঁর ঝামেলা লেগেই থাকত। আর এ জন্য বাড়িতেও অশান্তি লেগে থাকত।
পাওনাদারেরা আমির খানের বাবাকে বিভিন্নভাবে অপমান–অপদস্থ করত। তখন বাবার কষ্ট দেখে আমির খানেরও কষ্ট লাগত। এত দেনার মধ্যেও বাবা তাহির তাঁদের অভাবের সংসার টেনেটুনে চালাতেন। তবে আমির খানের স্কুলের বেতন দিতে দেরি করতেন না তিনি। তখন একটা প্যান্ট পরে দিনের পর দিন স্কুলে যেতেন আমির। ছোটবেলার এসব কথা বলতে বলতে আবেগে আমির খানের অশ্রু ঝরছিল।
কিছুদিন আগে আমির খান মেয়ে ইরার বাগদান সম্পন্ন করেন। তার আগে আমির খানের মা জিনাত হোসেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু নাতনির বাগদান অনুষ্ঠানে ফুরফুরে মেজাজেই তাঁকে দেখা গেছে। আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এরপরই পরিবারকে সময় দিতে অভিনয় থেকে সাময়িক বিরতি নেন এই অভিনেতা।