পরীক্ষা আর দেওয়া হলো না হাসান ও হোসাইনের

0
107
এ সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল দুই ভাই মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ হাসান (১৩)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাইসাইকেলে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে প্রাইভেটকারের চাপায় মোহাম্মদ হোসাইন (১৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার যমজ ভাই মোহাম্মদ হাসান (১৩)।

আজ বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। হোসাইন ও হাসান পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। তারা দুজনই কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের মা জেসমিন রেজা বলেন, আজ বিদ্যালয়ে ছেলেদের আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য সকালে নাশতা করে দুজন স্কুলের উদ্দেশে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। হোসাইন বসা ছিল পেছনে আর হাসান সাইকেল চালাচ্ছিল। কিছুক্ষণ পরে বিদ্যালয়ে থেকে বাড়িতে ফোন আসে তারা দুজন দুর্ঘটনায় পড়েছে। এ কথা শুনে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে এসে দেখেন হোসাইন আর নেই।

স্কুলের কয়েক শিক্ষার্থী জানায়, হাসান ও হোসাইন বিদ্যালয়ের সামনে চলে এসেছিল। সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে দুজন ছিটকে পড়ে। ঘটনা দেখে তারা বিদ্যালয় থেকে দৌড়ে তাদের উদ্ধার করতে যায়। এ সময় প্রাইভেটকার থামিয়ে তড়িঘড়ি করে চালক পালিয়ে যান। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানজিনা তৈয়ব জানান, দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। তবে ঘটনাস্থলেই হোসাইন মারা যায়। হাসানের আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.