উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

0
10
চিনিকল
রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল শিগগিরই উৎপাদন শুরু করতে যাচ্ছে।
 
সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
 
এতে বলা হয়, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর ) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে আখ এলাকায় অবস্থিত ৯টি চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।
 
এর মধ্যে, ১৫ নভেম্বর নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড, ২৯ নভেম্বর রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড এবং ৬ ডিসেম্বর জামালপুরের জিল বাংলা চিনিকল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড এবং ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড উৎপাদনে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.