পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। তাদের নজরে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।’
শুক্রবার সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। ধনী দেশগুলো যেমন চীনের উন্নয়ন সহ্য করতে পারে না, তেমনি তারা বাংলাদেশের উন্নয়ন চায় না।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডি বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরকার।
১৮৯ কোটি টাকার শতাধিক প্রকল্পের মধ্যে কিছু প্রকল্পে কাজের ধীরগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, আল্লাহর ওয়াস্তে কাজ শেষ করুন। ১২ কিলোমিটার বাদাঘাট-বাইপাস সড়ক নির্মাণে ১৩ বছর কেন লাগবে‒ এমন প্রশ্নও তোলেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ বক্তব্য দেন।
বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।