উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তাসকিন

0
16
তাসকিন আহমেদ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। নিজেকে মাঠে ফেরার জন্য প্রস্তুত করতে মরিয়া এই পেসার। তাই উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন তাসকিন।

রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন এই টাইগার পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তাসকিন লেখেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’

তাসকিনকে সঙ্গ দিতে শনিবার(২৬ এপ্রিল) মধ্য রাতে ভিন্ন ফ্লাইটে দেশ ছাড়েন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি জানিয়েছেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) তাসকিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত এই চিকিৎসক একজন অর্থোপেডিক সার্জন।

ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে। তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে।

এর আগে, বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ-পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার। তবে জাতীয় দলে নিজের সেরাটা দিতে সম্পূর্ণ ফিট হতে চান তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.