উত্তরায় যৌথ অভিযানে কয়েক বস্তা টাকাসহ গ্রেফতার ৩

0
12
বস্তা ভর্তি টাকাসহ ৩ জনকে গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে কয়েক বস্তা ভর্তি টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের দুদিন পর পুলিশ জানিয়েছে, বস্তাভর্তি টাকার মধ্যে নগদ পাওয়া গেছে ১ কোটি ১৬ লাখ টাকা। সেই সঙ্গে বিপুল পরিমান বিদেশি টাকাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান।

গ্রেফতারকৃতরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি প্রাইভেটকার ও ৩টি বুলেটপ্রুফ জ্যাকেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ব্যবহার করতো।

তারা আরও জানায়– জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টিও তাদের এবং তাদের পরিবারের সদস্যদের। এছাড়াও, অভিযান পরিচালনাকৃত বাড়িটি আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানায় তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.