উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

0
8
মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা-পাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ করে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মাওলানা মামুনসহ তিনজন নিহত হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.