ঈদের সকালে সাজুন সাবিলা-সাদিয়ার মতো স্নিগ্ধ সাজে

0
27
সাবিলা-সাদিয়া

কোরবানির ঈদের সকাল কর্মব্যস্ততায় কাটলেও বিশেষ দিনে সাজপোশাকের দিকে নজর দিতেই হয়। এই গরমে সকাল সকাল অত চটকদার সাজে নিজেকে সাজাতে ভালো না লাগলে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আর সাবিলা নূরের মতো স্নিগ্ধ সাজ বেছে নিতে পারেন। এমনিতেই মিনিমাল সাজে ন্যাচারাল সৌন্দর্যের জন্য সবাই পছন্দ করেন এই দুই মিষ্টি হাসির অভিনেত্রীকে৷ সম্প্রতি ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে এখনকার দিনের দাওয়াতের জন্য অত্যন্ত মানানসই দুটি ভিন্ন লুক শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। আবহাওয়া বিবেচনায় হালকা রঙের আরামদায়ক শাড়ির এই সাজ দুটিতে সাদিয়া সাবিলা রীতিমতো চোখ জুড়াচ্ছেন আর দিচ্ছেন স্নিগ্ধতার অনুভূতি।

বেগুনি আর সোনালি ফুলেল ডিজাইনে ব্লক করা ল্যাভেন্ডার শাড়ি পরেছেন সাবিলা নূর। সঙ্গে সোনালি ব্লাউজ।
বেগুনি আর সোনালি ফুলেল ডিজাইনে ব্লক করা ল্যাভেন্ডার শাড়ি পরেছেন সাবিলা নূর। সঙ্গে সোনালি ব্লাউজ।
সাবিলার ইন্সটাগ্রাম
সোনালি ঝোলানো দুল ছাড়া কোনো গয়না পরেননি সাবিলা। হাতে সোনালি চেনের ঘড়ি।
সোনালি ঝোলানো দুল ছাড়া কোনো গয়না পরেননি সাবিলা। হাতে সোনালি চেনের ঘড়ি।
সাবিলার ইন্সটাগ্রাম
খোলা চুল, ছোট টিপ আর একেবারে মিনিমাল সেমি ম্যাট মেক ওভারে স্মিগ্ধ সাজে সেজেছেন সাবিলা
খোলা চুল, ছোট টিপ আর একেবারে মিনিমাল সেমি ম্যাট মেক ওভারে স্মিগ্ধ সাজে সেজেছেন সাবিলা
সাবিলার ইন্সটাগ্রাম
সাদিয়া আয়মান মানেই স্নিগ্ধতার আমেজ। হলুদ ফুল আর সবুজ পাতার সুন্দর ফুলেল প্রিন্টের অরগাঞ্জা শাড়ি পরেছেন তিনি এখানে। মডেস্ট নেকলাইনের ম্যাচিং ফুলেল ছাপার ব্লাউজ সাদিয়ার পরনে।
সাদিয়া আয়মান মানেই স্নিগ্ধতার আমেজ। হলুদ ফুল আর সবুজ পাতার সুন্দর ফুলেল প্রিন্টের অরগাঞ্জা শাড়ি পরেছেন তিনি এখানে। মডেস্ট নেকলাইনের ম্যাচিং ফুলেল ছাপার ব্লাউজ সাদিয়ার পরনে।
সাদিয়ার ইন্সটাগ্রাম
কানে সোনালি ঝুমকা আর হাতে বড় ডায়ালের ঘড়ি পরেছেন এই সুন্দরী অভিনেত্রী
কানে সোনালি ঝুমকা আর হাতে বড় ডায়ালের ঘড়ি পরেছেন এই সুন্দরী অভিনেত্রী
সাদিয়ার ইন্সটাগ্রাম
টেনে বাঁধা চুলের সঙ্গে ন্যুড লিপস্টিক দিয়েছেন সাদিয়া। সাজে একেবারেই বাহুল্য না থাকলেও চোখ জুড়াচ্ছেন তিনি
টেনে বাঁধা চুলের সঙ্গে ন্যুড লিপস্টিক দিয়েছেন সাদিয়া। সাজে একেবারেই বাহুল্য না থাকলেও চোখ জুড়াচ্ছেন তিনি
সাদিয়ার ইন্সটাগ্রাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.