অভিনেত্রী সাফা কবির সাধারণত হালকা সাজে থাকতেই পছন্দ করেন। চোখের সাজে কাট ক্রিজ এখন তাঁর সবচেয়ে পছন্দ।
হালকা সাজে থাকতেই পছন্দ করেন
উজ্জ্বল রঙের কাজল দিয়ে লাইনার টানছেন ইদানীং। লিপস্টিকের বদলে এখন লিপ টেন্ট ব্যবহার করেন।
খোঁপা বা ঝুঁটিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন
চুল যেহেতু সোজা ও সিল্কি, তাই খোঁপা বা ঝুঁটিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। জানালেন অন্য কোনো স্টাইল করলে খুব বেশিক্ষণ থাকে না।
ঈদের দিন সাফা একটু নিজের মতো সাজতে ভালোবাসেন
ঈদের দিনটিও থাকবেন হালকা সাজে, চুল বেঁধে। সাফা বললেন, ‘সব সময় শুটিংয়ে ভারী মেকআপ নিয়ে থাকতে হয়, তাই ঈদের দিন একটু নিজের মতো সাজার চেষ্টা করি। চোখে মাসকারা, হালকা ব্লাসন আর লিপ টেন্ট ব্যবহার ছাড়া খুব একটা বেশি সাজের পরিকল্পনা নেই বলে জানালেন তিনি।