উৎসবের আগে শেষ সময়ে গয়না কেনার ধুম পড়ে যায়। একুশ শতকের গয়নার ট্রেন্ড এখন নির্দিষ্ট কোনো নকশা বা ম্যাটেরিয়ালে আটকে নেই। নানা ধরনের গয়নাই এখন পোশাকের সঙ্গে মিলিয়ে পরে ফেলেন ফ্যাশনিস্তারা। তবে ট্রেন্ডে এখন ভারী গয়নার চেয়ে হালকা ওজনের মিনিমাল কাজের গয়নাই বেশ পছন্দ সবার। সেভাবেই নকশা করে তৈরি করা হয়েছে গয়নার হাউস গ্লুড টুগেদারের ঈদ সংগ্রহ।
ভিনটেজ লুকের আভিজাত্যপূর্ণ আমেজের এই গয়না ঈদ ছাড়াও পরা যাবে যেকোনো সময়।অসাধারণ এই সংগ্রহের মূল আকর্ষণ হলো প্রতিটি গয়নার নিখুঁত অলংকরণ।
নেকপিস আর ম্যাচিং কানের দুলের বাহারি ডিজাইনের সেট রয়েছে। অক্সিডাইজড সিলভারের ওপর আকিক পাথর বসানো গলা আর কানের সেট বেশ নজর কাড়বে গয়নাপ্রেমীদের। পছন্দ অনুযায়ী আকিক পাথরের মাল্টিকালার কিংবা মনোক্রোম সেটও নিতে পারেন।
এ ছাড়া এই সংগ্রহে রয়েছে মুক্তা আর সবুজ পাথরের সমন্বয়ে নকশা করা নেকপিস ও কানের দুল। গুড টুগেদারের স্বত্বাধিকারী ও ডিজাইনার মেহনাজ আহমেদ জানান, মুক্তার সঙ্গে সবুজ পাথর বেশ এলিগেন্ট একটা লুক দেয়। এটিকে গ্লুড টুগেদারের সিগনেচার কম্বিনেশনও বলা চলে একে।
সংগ্রহে আরও রয়েছে, সবুজ ও মেজেন্টা রঙ্গের ফ্লোরাল মোটিফের মিনাকারি সেট। নেকপিসের নিচে আবেদন যোগ করেছে ছোট ছোট মেটাল বল। একদমই ছিমছাম নকশায় তৈরি এই গয়না ঈদ সংগ্রহের ‘হট কেক’ জানালেন ডিজাইনার।
ভিনটেজ আর মর্ডান লুকের বোল্ড ফিউশন করতে চাইলে বেছে নিতে পারেন তাঁদের সংগ্রহের ‘ইভ সেট’। অক্সিডাইজড সিলভারকে ব্ল্যাক কোটিং করে বসানো হয়েছে সবুজ পাথর। আকর্ষণীয় এই চোকারের মধ্যে ফুটে উঠেছে গোলাপ ও অন্যান্য ফুলের মোটিফ।
এই সংগ্রহের আরেকটি সুন্দর ও সব জায়গায় ব্যবহারের উপযোগী সেট রয়েছে। নানা রঙের উচ্চ মানসম্পন্ন আকিক পাথরের সমন্বয়ে তৈরি এই গয়না যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে।
রয়েছে গোল্ড প্লেট ও মুক্তা বসানো নকশার সেটও।ঈদ ছাড়াও বিয়ের মৌসুমে পরা যাবে এমন একটি এলিগেন্ট ভারী নকশার গয়নাও রয়েছে এই সংগ্রহে। মুক্তা, সাদা পুঁতি আর অক্সিডাইজড সিলভারের সমন্বয়ে তৈরি এই গয়না পার্টি বা যেকোনো জমকালো অনুষ্ঠানেই পরা যাবে।
গ্লুড টুগেদারের ঈদ সংগ্রহের সব কটি গয়নাই এমনভাবে নকশা করা হয়েছে যেন যেকোনো পোশাকের সঙ্গেই ক্যারি করা যায়। সেট ছাড়াও অসাধারণ সব স্টেটমেন্ট কানের দুল রয়েছে এই কালেকশনে।
প্রতিটি দুলেই রয়েছে নিখুঁত নকশা। এখানেও অক্সিডাইজড সিলভারকে ব্ল্যাক কোটিং করা হয়েছে যেন দুলের ডিটেলগুলো বোঝা যায়। আধুনিক আঙ্গিকে ট্রেডিশনাল ও ফ্লোরাল মোটিফ বেশি প্রাধান্য পেয়েছে গয়নায়। মুক্তার ব্যবহার এলিগেন্ট ভাব বাড়িয়েছে দিগুণ।
দুলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন পোশাকের সঙ্গে কানে দুল পরলে আর কোন গয়না পড়তে না হয়। এই গরমে ভারী গয়নার অস্বস্তি এড়াতে আর সেই সঙ্গে নজর কাড়তে সব জায়গায় পরার উপযোগী গয়নাগুলো বেছে নিতে পারেন এই ঈদে।
ছবি: গ্লুড টুগেদারে
ফ্লোরিডা শুভ্রা রোজারিও