খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে ইউক্রেনে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার পর্যন্ত সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখার আদেশ কার্যকর হয়। ধর্মীয় উৎসবে মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো। এ সময় ইউক্রেনকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।
তবে পুতিনের এই একতরফা যুদ্ধবিরতি মানা হবে কিনা এ বিষয়ে এখনও কিছু জানাননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার হুমকির পরই সাময়িক এ যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন।