ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও আরব নেতারা

0
142
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকা।

ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও আরব নেতারা আজ শনিবার বৈঠক করবেন। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে জর্ডানে বৈঠকে বসছেন তাঁরা।

ধারণা করা হচ্ছে, বৈঠকে আরব দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানাবেন।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে।
শুক্রবারও গাজায় একটি অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, একটি গাড়িবহরে করে আহত ফিলিস্তিনিদের গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় নেওয়া হচ্ছিল। ওই বহরের একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, আল শিফা হাসপাতালে পৌঁছানোর পরপরই বহরের দ্বিতীয় গাড়িটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, যুদ্ধক্ষেত্রে হামাসের ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে তারা। এ হামলায় কয়েক হামাস যোদ্ধা নিহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.