ইসরায়েলের নির্বাচার বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। দেশটির বিভিন্ন হাসপাতালে একের পর এক মরদেহ আনা হচ্ছে। এখন পর্যন্ত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীদের সূত্রে এই তথ্য জানা গেছে।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের নির্বিচার পাল্টাহামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। এ কারণে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা নেই।
খবরে বলা হয়, গাজা শহর ও গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় বেপরোয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলার হাত থেকে আবাসিক ভবন এবং হাসপাতালও রেহাই পাচ্ছে না।
আজ শনিবার সকালে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালায় হামাস। প্রথম ২০ মিনিটে প্রায় পাঁচ হাজার রকেট ছোড়ে তারা। এতে প্রথমে ২২ নাগরিকের মৃত্যুর তথ্য জানায় ইসরায়েল। পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০-এ।
তবে আল জাজিরার সর্বশেষ খবরে বলা হয়েছে, ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, হামাসের রকেট হামলায় অন্তত ১০০ ইসরায়েলি নিহত হয়েছেন।
আল জাজিরা