ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে কমপক্ষে ৯ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাট মিলার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: সিএনএন
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, ভয়াবহ এ হামলায় দুর্ভাগ্যবশত নয়জন মার্কিন প্রাণ হারিয়েছেন।’
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে। জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। এ দিকে আর কোনো মার্কিন নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছেন কি না তা তদন্ত করছে দেশটির প্রশাসন।
গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড চালান হামাস সদস্যরা। তাদের ওই হামলায় ইসরায়েলের সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৭৫১ মানুষ।