ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হামলা করেছে হিজবুল্লাহ

0
13
ইসরায়েলে ৫টি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ
ইসরায়েলের হাইফা শহর ও এর কাছাকাছি অবস্থিত ৫টি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব হামলায় ২ জন আহত হয়েছেন।
 
রোববার (১৭ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি ও হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন ও ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল।
 
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হাইফা শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে। লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টির মতো রকেট ছোড়া হয়েছে।
 
তারা জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে তাদের হামলা অব্যাহত আছে। গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে ৫০টি হামলা চালানো হয়েছে।
 
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাতের পর হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েল। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৫২ জন নিহত এবং ১৪ হাজার ৫৯৯ জন আহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.