ইসরায়েলের হামলায় খোনদাব পরমাণু স্থাপনায় ভবনে ক্ষতি, তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই

0
117
ইরানের আরাক শহরে খোনদাব পরমাণু স্থাপনাছবি: রয়টার্স

ইরানের আরাক শহরে খোনদাব পরমাণু স্থাপনায় ইসরায়েলের বৃহস্পতিবারের হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ তথ্য জানিয়েছে।

খোনদাবে ভারী পানির পারমাণবিক চুল্লির পানিশোধন ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইএইএ বলছে, পারমাণবিক চুল্লিটি এখনো নির্মাণাধীন এবং চালু হয়নি। এতে কোনো পারমাণবিক উপাদান ছিল না।

আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলার পর তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা নেই।

বিবৃতিতে বলা হয়, খোনদাব পারমাণবিক চুল্লিটি আগে আরাক নামে পরিচিত ছিল। হামলার পরেই এর ক্ষয়ক্ষতি বোঝা যায়নি। পরে বিশ্লেষণে দেখা যায়, স্থাপনাটির বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ভারী পানির চুল্লিগুলো প্লুটোনিয়াম তৈরির কাজে ব্যবহার করা হয়। তাই এটি লক্ষ্য করেই হামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.